তামিম ইকবাল। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ
ঢাকা: বাঁহাতের তর্জনীর চোট থেকে সেরে উঠতে না উঠতেই সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডেও ছিলেন না টাইগার ওপেনার তামিম ইকবাল। ম্যাচটি স্বাগতিক বাংলাদেশ ৬৪ রানে জেতে স্বাগতিকরা।
এই ম্যাচ শেষে শনিবার (২৪ নভেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে টাইগার টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ঢাকা টেস্টে তামিম ইকবালকে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন।
কিন্তু সেটা বোধ হয় সম্ভব হচ্ছে না।
কেননা তামিমের ইনজুরি নিয়ে এখনো কোনো সুসংবাদ দিতে পারেননি ফিজিও। কাজেই ৩০ নভেম্বর থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
তবে এই ম্যাচে না পাওয়া গেলেও ওয়ানডে সিরিজের শুরু থেকেই তাকে দলে পাওয়া যাবে।
রোববার (২৫ নভেম্বর) বিসিবিতে সংবাদ মাধ্যমকে তেমনই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বলেন, ‘এখনো ফিজিও থেকে আমরা পুরোপুরি আপডেট পাইনি। যতটুকু জেনেছি ওর রিকভারি তাড়াতাড়িই হচ্ছে। আশা করছি যদি দ্বিতীয় টেস্ট খেলতে নাও পারে তাহলে ওয়ানডেতে প্রথম ম্যাচ থেকেই পাবো। ’
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এইচএল/এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।