ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-মোস্তাফিজদের দাপটে ১৯৫ রানে আটকে গেল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
মাশরাফি-মোস্তাফিজদের দাপটে ১৯৫ রানে আটকে গেল উইন্ডিজ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সকাল সব সময় দিনের পূর্বাভাস দেয় না। তেমন কিছুই যেনো দেখা গেল বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডেতে। টস জয় দিয়ে ম্যাচ শুরু করে উইন্ডিজ। কিন্তু বাংলাদেশের বোলারদের চাপে একে একে ফিরে যেতে থাকেন ক্যারিবিয়ানরা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট তুলে নিলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানেই থামিয়ে দেয় সফরকারী উইন্ডিজকে।

নিজের ষষ্ঠ ওভার পর্যন্তও উইকেট শূন্য মোস্তাফিজ। কিন্তু এরপরই অন্যরূপ তার।

পরবর্তী ২ ওভারেই তুলে নেন তিন উইকেট।  ইনিংসের ৪৭তম ওভারে প্রথম উইকেট পান মোস্তাফিজ। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা রোস্টন চেজকে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান এই বাঁহাতি পেসার। ৩৮ বলে ৩২ রান করে ফেরেন চেজ। এর পর মোস্তাফিজের বলে একে একে ফেরেন কেমো পল ও দেবেন্দ্র বিশু।

বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও উইকেট পাচ্ছিলেন না পেসার রুবেল হোসেন। অবশেষে মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে পেলেন প্রথম উইকেট। নিজের ৮ম ওভারের চতুর্থ বলে ২৫ রানে ফেরান স্যামুয়েলসকে। বাউন্ডারিতে দাঁড়ানো লিটন দাস অসাধারণ এক ক্যাচে ফেরান তাকে।

এর আগে, ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে তৃতীয় উইকেট তুলে নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যক্তিগত ৮ম ওভারের প্রথম বলেই পান উইকেট। মাশরাফির বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪ রানে আউট হয়ে ফেরেন রোভম্যান পাওয়েল।  

ব্যক্তিগত ৮ ওভারের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে সিমরন হেটমায়ারকে বোল্ড করে ফেরান মেহেদি হাসান মিরাজ।  ব্যক্তিগত ৬ রানে ফেরেন হেটমায়ার।

এর আগে অসাধারণ বোলিং করা মাশরাফি বিন মর্তুজার জোড়া আঘাতে টপঅর্ডারের দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভোর পর মাশরাফির বলে শাই হোপ প্যাভিলিয়নে ফেরেন। ৫৯ বলে ৪৩ করে মেহেদি হাসান মিরাজে তালুবন্দী হন হোপ।

উইকেটে সেট হতে থাকা ড্যারেন ব্রাভোকে দারুণ এক ক্যাচে মাঠ ছাড়া করান তামিম ইকবাল। ২১তম ওভারের চতুর্থ বলে মাশরাফি বিন মর্তুজার করা বলে ব্রাভো তুলে মারলে উড়ে এসে ক্যাচ লুফে নেন তামিম। ৫১ বলে ১৯ রান করেন ব্রাভো।

নিজের চতুর্থ ওভারের শেষ বলে কাইরান পাওয়েলকে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১০ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইন্ডিজ ওপেনার।  

এর আগে, শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জয় পায় উইন্ডিজ। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হয় ম্যাচটি।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।