ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সিলেট পর্ব শেষে বিপিএলের দলগুলো কে কোথায়?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
সিলেট পর্ব শেষে বিপিএলের দলগুলো কে কোথায়? ঢাকা ডায়নামাইটস। ছবি: বাংলানিউজ

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। ঢাকায় শুরু হওয়া এবারের আসরের নিজেদের মাঠের সুবিধাটা বেশ ভালোভাবেই নিয়েছে ঢাকা ডায়নামাইটস। শুরুর টানা ৪ ম্যাচ বড় ব্যবধানে জিতে শুধু পয়েন্ট টেবিলের শীর্ষস্থানই দখল করেনি, নিজেদের নিয়ে গেছে নিরাপদ দূরত্বেও। 

চলতি আসরের এখন পর্যন্ত হওয়া প্রথম ১৪টি ম্যাচ অনুষ্ঠিত ঢাকার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয় ৮টি ম্যাচ।

সিলেট পর্ব শেষেও পয়েন্ট টেবিলের খুব একটা পরিবর্তন হয়নি। এখনও শীর্ষেই আছে সাকিব আল হাসানের ঢাকা। দুই পর্ব শেষে ৬ ম্যাচের ৫টিতেই জয় তাদের। সিলেটের মাটিতে রাজশাহী কিংসের বিপক্ষে একটি ম্যাচে পরাজয় বরণ করে তারা।

টেবিলের দুইয়ে আছে, মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। সিলেট পর্বে বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান পায় এই দলটি। দুই পর্ব মিলিয়ে ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে সাগরপাড়ের দলটি।

কুমিল্লা ভিক্টোরিয়ানস সিলেটে ২ ম্যাচ খেলে হারেনি একটিতেও। দুই পর্ব শেষে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিন নম্বরে।

সিলেট পর্বে মাত্র দুটি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আর দুটি ম্যাচই ছিলো স্বাগতিকদের বিপক্ষে। এর মধ্যে প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে জিতে টানা তিন ম্যাচ পর জয়ের ধারায় ফেরে মাশরাফি বিন মর্তুজার দল। মোট ৭ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে তারা আছে টেবিলের চতুর্থ নম্বরে।

তরুণ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস আছে টেবিলের পাঁচে। সিলেট পর্বে দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে পরাজয় দেখেছে তারা। মোট ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় মেহেদির দলের।  

সিলেটে হওয়া ৮ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলেছে স্বাগতিক সিলেট। কিন্তু জয় পায় মাত্র একটি ম্যাচে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে এতদিন খেলে আসা দলটির অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে।

ঢাকা পর্বে চার ম্যাচ খেলে কোনো জয় পায়নি খুলনা। যদিও সিলেটে সেই পরাজয়ের ধারা ভাঙে মাহমুদউল্লাহর খুলনা। তবে পরের দুই ম্যাচেই আবারও হারে তারা। সাত ম্যাচ শেষে মাত্র ১ জয় নিয়ে দলটি আছে পয়েন্ট টেবিলের তলানীতে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।