ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

আমাদের ভাগ্য খারাপ: ব্র্যাথওয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
আমাদের ভাগ্য খারাপ: ব্র্যাথওয়েট সংবাদ সম্মেলনে এসে কার্লোস ব্র্যাথওয়েট। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ব্যাটিংয়ে এভিন লুইসের বিস্ফোরক সেঞ্চুরি, বোলিংয়ে ওহাব রিয়াজের হ্যাটট্রিক, কোনোটাই সামাল দিতে পারেনি খুলনা টাইটান্স। বিপিএল থেকে ছিটকে যাওয়া দলটি এ ম্যাচেও দেখালো আগের রূপ।

সোমবার (২৮ জানুয়ারি) ম্যাচ শেষে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসে কার্লোস ব্র্যাথওয়েট বলেন, ‘আমরা চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই সফলতা পাওয়া যাচ্ছে না।

‘দলের সবাই নিজের জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভাগ্য ভালো না। এ আসরটা আমাদের পক্ষে ছিল না। ’

গত ম্যাচে ভালো বোলিং করার পরে তাইজুল ইসলামকে আনা হয়নি বোলিংয়ে।

এ বিষয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘অন্যরা ভালো বোলিং করছিল। এজন্য হয়তো তাকে আনা হয়নি। তবে ম্যানেজম্যান্ট চেয়েছে বলে এমনটা হয়েছে। তাই কোচ এবং অধিনায়ক প্রশ্নটার উত্তর ভালো জানবে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। ২০ ওভার শেষে ২৩৭ রানের পাহাড় গড়ে দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার দৌড় থামে ১৫৭ রানে।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চিটাগং ভাইকিংসকে হটিয়ে আপাতত শীর্ষে উঠে গেছে কুমিল্লা। অন্যদিকে চলতি আসর থেকে আগেই ছিটকে গেছে খুলনা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসইউ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।