শুক্রবার (১৯ এপ্রিল) ইডেন গার্ডেন্সে আইপিএলের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয় দুদল।
২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের তোপে ক্রিস লিন, রবিন উথাপ্পারা দ্রুত ফিরে যান ।
রানা ৯ চার ও ৫ ছক্কায় ৪৬ বলে ৮৫ করে অপরাজিত থাকেন। আর ক্যারিবীয় তারকা রাসেল ২৫ বলে ২ চার ও ৯ ছক্কায় ৬৫ করে রান আউটের শিকার হন।
ডেল স্টেইন ২টি এবং নভদীপ ও মার্কাস স্টোইনিস একটি করে উইকেট দখল করেন।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি আইসিবির। দলীয় ১৮ রানে ওপেনার পার্থিব প্যাটেল ১১ রান করে সুনীল নারাইনের বলে বিদায় নেন। আকাশদীপ নাথও ব্যক্তিগত ১৩ রানে রাসেলের বলে মাঠ ছাড়েন।
তবে ৩য় উইকেট জুটিতে দ্রুত ৯০ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক কোহলি ও মঈন আলী। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে মঈন ২৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইংলিশ এই ব্যাটসম্যান নিজের ইনিংস সাজাতে ৫টি চার ও ৬ টি ছক্কা হাঁকান।
এদিন কোহলি দলকে সামনে থেকেই লিড দেন। ইনিংসের শেষ বলে হ্যারি গার্নির শিকারে আউট হওয়ার আগে দলনেতা এই আসরের প্রথম ও আইপিএল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কা হাঁকান।
কলকাতা বোলারদের মধ্যে গার্নি, নারাইন, রাসেল ও যাদব একটি করে উইকেট পান।
ম্যাচ সেরা নির্বাচিত হন কোহলি।
এই হারে ছয়ে নেমে গেল কলকাতা। তবে জয় পেলেও তলানিতেই রয়েছেন কোহলিরা।
বাংলাদেশ সময়: ০১০০ ঘ্ণটা, এপ্রিল ২০, ২০১৯
এমএমএস