ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বর্ণবাদী মন্তব্যে বিরক্ত আর্চার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
বর্ণবাদী মন্তব্যে বিরক্ত আর্চার ছবি: সংগৃহীত

ফুটবলারদের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা বেড়েই চলেছে। এবার ক্রিকেটের মাঠেও সেটি দেখা গেল। আর এই অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছিল ইংলিশরা। সফরকারী দলের পেসার আর্চার ব্যাটিংয়ে নামলে তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন।

ম্যাচ শেষে আর্চার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমানের সুরে অভিযোগ তুলেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মিআর্মিরা বরাবরের মতোই আমাদের পাশে ছিল। ’

ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে এক ইনিংস ও ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। নেইল ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায়।

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৬১৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে আর্চার ব্যাট হাতে করেন ৩০ রান। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৫০ বলে পাঁচটি বাউন্ডারি হাঁকান। তার আগে বল হাতে ৪২ ওভারে ১৫ মেডেন নিয়ে ১০৭ রানের বিনিময়ে তুলে নেন ২০৫ রান করা বিজে ওয়াটলিংয়ের উইকেটটি। প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা রাখা ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।