প্রোটিয়াদের প্রথম ইনিংসে জুবায়ের হামজা, ফাফ ডু প্লেসি, র্যাসি ফন ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও এনরিখ নর্তজে’কে তালুবন্দী করেন স্টোকস।
অন্যদিকে বল হাতে আগুন ঝরিয়ে স্বাগতিকদের পাঁচ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।
এর আগে সাদা পোশাকের ক্রিকেটে ২৭ বার পাঁচ উইকেট নিয়ে বোথাম-অশ্বিনের সঙ্গে চেয়ার ভাগাভাগি করছিলেন অ্যান্ডারসন।
টেস্টে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন। সাবেক শ্রীলঙ্কান অফ-স্পিনার ১৩৩ ম্যাচে ৬৭ বার পাঁচ উইকেট নিয়ে রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে।
অ্যান্ডারসনের ৪০ রানে ৫ উইকেটের সুবাদে কেপটাউন টেস্টে ৪৬ রানের লিড নেয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২২৩ রানে। এর আগে সফরকারী ইংলিশরা প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে করে ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে তারা ১ উইকেট হারিয়ে ৫৫ রানে ব্যাট করছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ইউবি