ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে কিউই দলে নেই ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
বাংলাদেশের বিপক্ষে কিউই দলে নেই ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফর করছে বাংলাদেশ। এই সিরিজকে ঘিরে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

তবে দলে রাখা হয়নি ভারতের বিপক্ষে মুম্বাইতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়া আজাজ প্যাটেলকে। শুধু তিনি নন, দলে রাখা হয়নি বিশেষজ্ঞ কোনো স্পিনারকেই।

এই দলটি পেসারদের আধিপত্যে ঘেরা। তবে প্রয়োজনে স্পিন বোলিং করতে পারবেন রবীন্দ্র রাচিন। তাকে রাখা হয়েছে দলে।

ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়া ডেভন কনওয়ে দলে ফিরেছেন। তাকে টেস্ট দলের পাশাপাশি রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষের প্রস্তুতি ম্যাচেও।

সিরিজের প্রথম টেস্ট নতুন বছরের প্রথম দিন থেকে মাউন্ট মঙ্গানুইতে। দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।

১৩ সদস্যের নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রস টেইলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়্যাগনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।