ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিকুর রহিম। মাইলফলক ম্যাচটি তিনি আবার রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে।

এক ম্যাচে এই দুই কীর্তি গড়ে প্রশংসায় ভাসছেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার। এমনকি তার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকও।

২০০৫ সালে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষিক্ত হওয়ার পর দীর্ঘ দিন ধরেই দলের অন্যতম প্রধান ভরসা মুশফিক। তবে প্রায় ২ বছর ধরে সেঞ্চুরির দেখা ছিল না তার ব্যাটে। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে আজ লাল বলের ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অবশ্য সেঞ্চুরির আগেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।  

মুশফিকের এমন অর্জন নিয়ে 'দ্য আইসিসি রিভিও' নামক অনুষ্ঠানের নতুন পর্বে দীনেশ কার্তিক বলেন, যেকোনো ব্যাটারের জন্য ৫ হাজার টেস্ট রান দারুণ অর্জন এবং সে যা অর্জন করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা মশালবাহী কিংবা প্রথমে কিছু করেন তখন সর্বদা আপনাকে সম্মানের সঙ্গে দেখা হয়। এটি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে অনুসরণ করার চেষ্টা করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ধারাবাহিকভাবে রান করেছে। সে দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দিয়েছে এবং তার ঝুলিতে প্রাপ্তি আছে। আমার মনে হয় সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে। '

আজকাল টেস্ট ক্রিকেটে শুধু ব্যাটার হিসেবেই খেলতে দেখা যায় মুশফিককে। যদিও এর আগে দীর্ঘদিন উইকেটকিপার হিসেবে দলের প্রথম পছন্দ ছিলেন তিনি। টাইগারদের নেতৃত্বেও ছিলেন দীর্ঘদিন। একমাত্র ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেটকিপিংয়ের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মুশির চেয়ে এগিয়ে। মুশফিকের জন্য তাই সমবেদনা ঝরে পড়লো কার্তিকের কণ্ঠে।

কার্তিক বলেন, 'উইকেটকিপার-ব্যাটার হিসেবে ১৭ বছর ধরে খেললে শরীরের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। তাকে (মুশফিক) অবশ্যই নিজের শরীর সম্পর্কে জানতে হবে। নয়তো আন্তর্জাতিক ক্রিকেটে এত দীর্ঘদিন ধরে খেলা চালিয়ে যাওয়া কঠিন। তার রেকর্ড ঘেঁটে এবং অন্য অধিনায়কদের সঙ্গে তুলনা করলে হয়তো বুঝা যাবে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, সে খুবই ভালো করেছে। সে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছে এবং সাতটিতে জয় এনে দিয়েছে। দেশটি অনেক দেরিতে টেস্ট ক্রিকেটে পা রেখেছে এবং টেস্ট ম্যাচে জয় পাওয়া তাদের জন্য বড় কিছু। '

বাংলাদেশ দলের বর্তমান সাফল্যের পেছনে মুশফিকের নেতৃত্বেরও বড় ভূমিকা দেখেন কার্তিক, 'তারা (বাংলাদেশ দল) টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে উন্নতি করছে এবং মুশফিকের নেতৃত্বের সময়কাল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ এখন যেভাবে টেস্ট খেলে মুশফিককে অবশ্যই তার কৃতিত্ব দিতে হবে। '

বাংলাদেশের তীব্র গরমে খেলে গেছেন কার্তিক। এই গরমের মধ্যেই মুশফিক যেভাবে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সেজন্য বিশেষ প্রশংসা করে কার্তিক বলেন, 'বাংলাদেশ গরম একেবারেই অন্য লেভেলের। বাংলাদেশে মাঝে মাঝে প্রচণ্ড তাপ অনুভূত হয় এবং অমন তীব্র গরমে উইকেট না পেলে দিনটাকে আরও দীর্ঘ মনে হয়। আমি নিশ্চিত এমন অভিজ্ঞতা তার বেশ কয়েকবার হয়েছে এবং উইকেটকিপার হওয়ায় আমিও জানি এটা কেমন লাগে। '

কার্তিক আরও বলেন, 'আমার মনে আছে, ২০০৭ সালে আমরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে গিয়েছিলাম এবং আমার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছিল। এটা আমার প্রাণরস শুষে নিচ্ছিল, আমার শক্তি শেষ হয়ে আসছিল এবং আমার প্রায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হয়েছিল। ফলে মুশফিককে কৃতিত্ব দিতেই হবে, কারণ সে দুর্দান্ত খেলেছে এবং একজন উইকেটকিপারের জন্য এটা অনেক কঠিন কাজ। '

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।