ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিজ্ঞান ও কমার্স কলেজের একাদশ শ্রেণির  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
চট্টগ্রাম বিজ্ঞান ও কমার্স কলেজের একাদশ শ্রেণির  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিজ্ঞান ও কমার্স কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফ্রেবুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজ এবং চট্টগ্রাম কমার্স কলেজের অধ্যক্ষ ও চেয়ারম্যান ড. জাহিদ খান।

সভাপতির বক্তব্যে ড. জাহিদ খান বলেন, দেশ ও জাতি গঠনের শিক্ষার কোনও বিকল্প নেই, তাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দিতে হবে।

আমি বিশ্বাস করি এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সুশিক্ষা ও শৃঙ্খলা অর্জনের মধ্য দিয়ে প্রত্যেকে দেশ ও সমাজ উন্নয়নে অবদান রাখবে।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ফরিদুল আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহাদ পারভেজ, শুভেচ্ছা বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ দত্ত।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্স কলেজের অধ্যক্ষ আকতার হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লায়ন মো. কামাল পাশা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক রবিউল আলম মানিক, জীব বিজ্ঞানের প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সুপন বড়ুয়া, সিনিয়র প্রভাষক জয়দেব ধর, প্রণয় ঘোষ, ফয়সাল মাহমুদ খালিদ, খোরশেদুল আলম, সহকারী কো-অর্ডিনেটর  সুমন ভৌমিক, রসায়ন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক রঞ্জিত ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।