ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কাস্টম হাউসে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
চট্টগ্রাম কাস্টম হাউসে দুদকের অভিযান

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক এ অভিযানে নেতৃত্ব দেন।

 

সূত্র জানায়, দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে ঘুষ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারের কার্যক্রমে অসঙ্গতি, বিভিন্ন গ্রুপের কাজে অনিয়ম ইত্যাদি বিষয়ে খোঁজ নেন দুদক টিম।

তারা কাস্টমসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কয়েকটি গ্রুপ থেকে কিছু নথিপত্র পরীক্ষার জন্য নিয়ে যান।  

জানতে চাইলে দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বলেন, ঘুষ সংক্রান্ত অভিযোগ তদন্তে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু নথিপত্র গড়মিল আছে কিনা পরীক্ষার জন্য খতিয়ে দেখা হচ্ছে।  

শিগগির রেকর্ডপত্রের আলোকে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।