ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঝুট গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ঝুট গোডাউনে আগুন ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকার একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার কেএম রায়হানুল বলেন, প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঝুটের গোডাউনটি মো. বাবুল ও জাহিদুল হক নামের দুই ব্যক্তির। গোডাউন থেকে প্রায় লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।