ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির শাটলট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
চবির শাটলট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) থেকে শহরগামী শাটল ট্রেনে কাটা পড়ে ইয়াছিন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে চৌধুরীহাট স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন হাটহাজারী উপজেলার ফতেপুর ৪ নং ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার আতাউর রহমানের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে ওঠেন ওই যুবক।

ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে গিয়ে দুই বগির সংযোগস্থলে ওঠার চেষ্টা করেন। এ অবস্থায় ট্রেন ছেড়ে দিলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে বাম হাত শরীর থেকে দুই ভাগে বিচ্ছিন্ন হওয়া এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।