ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিজয় মেলা স্থগিত, ফের শুরু হবে নির্বাচনের পর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
চট্টগ্রামে বিজয় মেলা স্থগিত, ফের শুরু হবে নির্বাচনের পর

চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থগিত করা হয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই)’র মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

বুধবার(২৭ ডিসেম্বর) বিকেলে মেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী।

 

তিনি বলেন, ‘বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরের শুরুর দিকে মেলার উদ্বোধন হয়েছিল। স্টলগুলো বসানোর কাজ চলছিল।

গেট-তোরণসহ নানা কাজ চলছিল। কিন্তু যেহেতু মেলাটা ওপেন প্লেসে (উন্মুক্ত স্থানে) হচ্ছে তাই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থগিত করা হয়েছে। ’ 

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বিঘ্নিত হয়নি। পুলিশ-প্রশাসন আমাদের সার্বিক নিরাপত্তা দিয়েছে। নির্বাচনের পর আবারও চালু করার প্রচেষ্টা থাকবে। ’

এর আগে ৬ ডিসেম্বর নগরের আমবাগান রোডস্থ শহীদ শাহজাহান মাঠে সিডব্লিউসিসিআইর উদ্যোগে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।