ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোকানের লাখ টাকা চুরি, উদ্ধার ৮৭ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
দোকানের লাখ টাকা চুরি, উদ্ধার ৮৭ হাজার ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশ বাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মো.আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়।

সে নগরের চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরা অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে।

এ সময় তার কাছ থেকে চুরির নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যমানের ১২০টি রিচার্জ কার্ড এবং ১৪ টাকা মূল্যমানের ২০টি রিচার্জ কার্ড ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

ভুক্তভোগী দোকানদার বলেন, ওইদিন মোবাইল ফোনে এক ব্যক্তি জানায়- একটি পার্সেল এসেছে। সেটি দ্রুত নিয়ে যেতে বললে পার্সেল গ্রহণ করতে দোকান থেকে বের হয়ে নির্ধারিত ঠিকানায় যাই। সেখানে কেউ ছিলো না। পরে দোকানে ফিরে এসে দেখি ক্যাশ বাক্সের তালা ভাঙা। নগদ প্রায় দুই লাখ টাকা উধাও।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আমির প্রাথমিকভাবে জানিয়েছে, ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে আমির ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল সেট কিনেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।