ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
চবিতে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীর ওপর গভীর রাতে হামলার ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চবির জিরো পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির চবি শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, যারা নবীন শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ধৃষ্টতা দেখিয়েছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এছাড়া নিরাপত্তা দফতরের সামনে হামলা হয়েছে।

যেখানে সবসময় প্রহরীরা থাকে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে গেছে কিন্তু প্রহরীরা তাদের ধরতে পারেনি। এটা দুঃখজনক।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান সোহাগ বলেন, গত রাতে নবীন দুইজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন৷ তারা কয় মাস হলো ক্যাম্পাসে এসেছে। তাদের মধ্যে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করতে চায় একটি গ্রুপ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচার করুন।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহত দুই শিক্ষার্থী হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মহিবুল ইসলাম মহিব ও  নিরব আহমেদ।

ভুক্তভোগীর সহপাঠীরা জানান, মাফলার এবং মুখোশ পরিহিত ৫-৬ জন দুর্বৃত্ত অতর্কীতভাবে তাদের ওপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানোর কথাও জানান তারা।  

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আশিক বলেন, গতকালের ঘটনাটা ছিল এক রকম হত্যাচেষ্টা। নিরাপত্তা দফতরের একজন কর্মীর সামনে এমন ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেননি। নিরাপত্তা দফতরের কেউ আমাদের সহযোগীতা করেনি। এরপর দীর্ঘসময় আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাইনি।  

এ বিষয়ে নিরাপত্তা দফতরের প্রধান গোলাম কিবরিয়া বলেন, আমরা ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠাই। তারা আশেপাশের পাহাড়ে অভিযান চালিয়েছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি।  

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, দায়িত্ব নেওয়ার পরেই আমাদেরকে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি সচল ছিলো না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৯০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা সবগুলো ফুটেজ চ্যাক করছি। অপরাধী যেই হোক তাকে রবিবারের মধ্যেই শনাক্ত করার চেষ্টা করবো। আইনের আওতায় এনে অবশ্যই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।