ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুয়া সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৯ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
জুয়া সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৯ 

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খইল্লা মিয়ার পেট্টোল পাম্প বিল্ডিং ২য় তলা পূর্ব পাশের রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), মো. আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), মো. নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), মো. পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু (জীবন) (৩১) ও সাজ্জাদ হোসেন নয়ন (৩১)।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকাসহ  ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমআই/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।