চট্টগ্রাম: ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছেন, সেটি কোনভাবে ব্যাহত করা যাবেনা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের আপোষ করা যাবেনা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা সদস্য গোলাম মওলা মুরাদ, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম. নছরুল কদির, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এমাদুল হক, প্রকৌশলী ওসমান গণি, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, প্রকৌশলী নাসির উদ্দির চৌধুরী, প্রকৌশলী একে এম মামুনুর রশিদ, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী সুজিৎ কুমার নন্দী, প্রকৌশলী ওহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য হাসান মুকুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট বিপ্লবের প্রক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এই পরিবর্তন ছিল ফ্যাসিবাদ বিরোধী বিশাল ঐক্যের পরিবর্তন। এই পরিবর্তন ধরে রাখতে হলে প্রতিটি পেশার ক্ষেত্রে ঐক্যের সম্প্রীতি বাড়াতে হবে।
প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, বিপ্লবের পর আইইবির নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে স্বস্তি ফিরে এসেছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে। এই ধারা অব্যাহত রাখতে হবে। অভ্যন্তরীণ অন্তর্কোন্দল না রেখে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।
আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশেদ আলম বলেন, সাড়ে ১৫ বছর ধরে আমরা নির্বাচন করতে পারিনি। কেন্দ্রে ঢুকতেও দেয়নি। এমন নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করলে হুমকি ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতো ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা শুধু আইইবি নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্টের পর সেই কালো অধ্যায় পরিবর্তন হয় নতুন কমিটি গঠনের মাধ্যমে।
অনুষ্ঠান শেষে আইইবি’র নতুন গঠিত কমিটির নেতৃবৃন্দকে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমআর/টিসি