ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ভূমিসেবা সহজ করার কাজ চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, মে ২৫, ২০২৫
‘ভূমিসেবা সহজ করার কাজ চলছে’ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে ভূমি উন্নয়ন ও কর সচেতনতা বাড়াতে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে৷ 

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ৷

ইউএনও বলেন, ভূমি সেবার সাথে সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। ফলে ভূমি সেবাকে সহজ করা ও দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে।

একসময় এ বিষয়ে প্রত্যেক নাগরিকের পক্ষে জানা সম্ভব ছিলো না। অনেকে এইসব দলিল দস্তাবেজ বোঝেনও না।
তাই এক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহণে নিরাপদ আধুনিক সুযোগ সুবিধার আওতায় আনা হয়েছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সার্ভেয়ার কাজল মিয়া, পৌর হিসাবরক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিম উদ্দিন, রঞ্জন কুমার দেব, মেজবা উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, নাজির আরফাত হোসেন, তানজিয়া সারোয়ার, গাজী মো. হোসেন, মো.নাজিম উদ্দিন, মো.মিনহাজ উদ্দিন, আরিফুল ইসলাম ও মো.আবদুল হাকিম।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।