ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জলদস্যুর আস্তানায় মিলল অস্ত্র 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, সেপ্টেম্বর ৭, ২০২৫
জলদস্যুর আস্তানায় মিলল অস্ত্র  ...

চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় এই অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জ্যৈষ্ঠপুরা এলাকায় জলদস্যুদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ জলদস্যু চক্রটিকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।