ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: আমীর খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, সেপ্টেম্বর ২৫, ২০২৫
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: আমীর খসরু

চট্টগ্রাম: ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি নগরের হালিশহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন ও মতবিনিময় করেন।

আমীর খসরু বলেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য অপেক্ষা করছে।

ধানের শীষ ও বিএনপির বিষয়টি সামনে আসার পর মুহূর্তেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জানে, গত ১৫-২০ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। এখন আমরা সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী দিনের ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি সৃষ্টি, বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে উন্নয়ন পরিকল্পনা। আমরা শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণের পথে নিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত। উপদেষ্টার পদ ব্যবহার করে যত বেশি বরাদ্দ নেওয়া হবে ভোট ততই কমবে। দেশের মানুষ খুব সচেতন। যারা এসব করছে তাদেরকে পরবর্তীতে জবাবদিহি করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মো. শফিউল্লাহ, কামাল সরদার, ফয়জুল্লাহ, মো. লেলিন, মোহাম্মদ হেলাল, মো. জহুর, হাউসিং এস্টেট সাধারণ সম্পাদক মো. জসিম, মোহাম্মদ আলীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।