চট্টগ্রাম: ফটিকছড়িতে গোসল করতে নেমে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদুল বাগান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার কামাল উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম জানান, স্কুলছুটির পর কয়েকজন সহপাঠীর সাথে পুকুরে নেমে গোসল করতে গিয়ে নাহিদ ডুবে যায়।
স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী জানান, সাঁতার জানা থাকলেও পানিতে ডুবে গেলে বন্ধুরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে।
পিডি/টিসি