ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, অক্টোবর ২১, ২০২৫
কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজান উপজেলায় গহিরা ইউনিয়নে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নামিজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবাসয়ী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আতুরনির ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন, একই উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।

গুরুতর আহত ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহরের দিকে যাওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে গহিরামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ব্যবসায়ী নাজিমের মৃত্যু হয়। গাড়ি থাকা আহত আরও ৩ জনকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সিএনজি অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।