ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাওয়া স্কুল

প্রেপ-ওয়ানে ৩৪০ আসনে ২৮৭২ আবেদন, বাতিল ৩৭

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
প্রেপ-ওয়ানে ৩৪০ আসনে ২৮৭২ আবেদন, বাতিল ৩৭ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে (বাওয়া) প্রেপ-ওয়ানে ৩৪০ আসনে ২ হাজার ৮৭২টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে যাচাই বাচাই করে ৩৭টি আবেদন বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ।

বাওয়া স্কুল থেকে: বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে (বাওয়া) প্রেপ-ওয়ানে ৩৪০ আসনে ২ হাজার ৮৭২টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে যাচাই বাচাই করে ৩৭টি আবেদন বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিনে (১০ ডিসেম্বর) ভর্তিচ্ছু ছাত্রীর অভিভাবকরা এ আবেদন জমা দেন।

বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম বাংলানিউজকে বলেন, প্রেপ-ওয়ানের প্রাত. ও দিবা শাখার ৩৪০ আসনে ২ হাজার ৮৭২টি আবেদন জমা পড়েছে।

নির্দেশনা ছিল শিফট অনুযায়ী এক ছাত্রীকে শুধুমাত্র একবার আবেদন করার জন্য। কিন্তু তিন-চারটিও আবেদন করেছেন অনেক অভিভাবক। যাচাই বাচাই করে ৩৭টি আবেদন বাতিল করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটা থেকে প্রেপ-ওয়ানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। লটারির মাধ্যমে এ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভর্তি পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করতে জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম লটারি কার্যক্রম তদারকি করছেন।  স্কুলের শিক্ষকরা ও ভর্তিচ্ছু ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন।

মাসুম নামের এক অভিভাবক বাংলানিউজকে বলেন, ২০০ টাকায় আবেদন ফরম কিনে জমা দিয়েছি। যেহেতু পরীক্ষা হচ্ছে না, তাই চিন্তিত। ভাগ্যের উপর নির্ভর করছে মেয়ের ভর্তি।

লটারির কার্যক্রম দেখতে বাওয়া স্কুল মাঠে প্রায় দুই হাজারের বেশি অভিভাবক এসেছেন। যারা সকলেই উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।