ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপিকে মন মানসিকতার পরিবর্তন করতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএনপিকে মন মানসিকতার পরিবর্তন করতে হবে

বিএনপিকে গণতান্ত্রিক মন মানসিকতা তৈরির আহ্বান জানিয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিএনপিকে মন মানসিকতার পরিবর্তন করতে হবে। নাসিক নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর ফলাফল ঘোষণার পর বিএনপির সুর উল্টে যায়।

চট্টগ্রাম: বিএনপিকে গণতান্ত্রিক মন মানসিকতা তৈরির আহ্বান জানিয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিএনপিকে মন মানসিকতার পরিবর্তন করতে হবে। নাসিক নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আর ফলাফল ঘোষণার পর বিএনপির সুর উল্টে যায়।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত।

গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের বৈতরণী পার হয়ে ক্ষমতায় যেতে হবে। কিন্তু বিএনপি নাসিক নির্বাচনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। এটা গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বাবলু বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যেতে রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও দায়-দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে তাদের সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের সিঁড়ি। একটি উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদেরও ভূমিকা রয়েছে।  

স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মুহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মীর আবু সালেহ সামশুদ্দিন শিশির। বক্তব্য রাখেন জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, উত্তর জেলা জাতীয় পার্টির সেক্রেটারি মো. শফিকুর ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মুছা, জাতীয় যুব সংহতি চট্টগ্রামের সভাপতি এসএম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম নুরুল বশর সুজন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন তুষার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোক্তার আহমেদ লিটন, ছাত্রলীগ নেতা মো. রাসেল ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নির্বাহী পরিচালক আবদুর রহমান রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।