নিহত সজীব পাহাড়তলি ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক এবং ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। তিনি মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছোট ছেলে।
রাউজান থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাফেজ বজলুর রহমান সড়কে পাহাড়তলি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে সড়ক সংস্কার কাজের গর্তে পড়ে গুরুতর আহত হন সজীব ও অর্ণব।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) নুর নবী বাংলানিউজকে বলেন, সজীব মুৎসুদ্দি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার স্বজনদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এআর/টিসি