ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে জাহাজে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জানুয়ারি ৬, ২০২০
কর্ণফুলীতে জাহাজে আগুন জাহাজে আগুন।ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় এলাকায় একটি জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এলসিটি কাজল নামের জাহাজে এ অগ্নিকাণ্ড ঘটে।

সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় অবস্থানরত নৌযানের একজন শ্রমিক বাংলানিউজকে জানান, নদীর ওপারে ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে একটি জাহাজে আগুন লেগে যায়।

কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলা হয়েছিল।

আগুন লাগার খবর পেয়ে ৩টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুনে পুড়ে যাওয়া জাহাজ।  ছবি: সোহেল সরওয়ারফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম চৌধুরী জানান, এলসিটি কাজল টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করে। ওয়েল্ডিং করার সময় জাহাজে আগুন লেগে যায়। এতে কেবিনসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।