সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এলসিটি কাজল নামের জাহাজে এ অগ্নিকাণ্ড ঘটে।
সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় অবস্থানরত নৌযানের একজন শ্রমিক বাংলানিউজকে জানান, নদীর ওপারে ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডে একটি জাহাজে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলা হয়েছিল।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম চৌধুরী জানান, এলসিটি কাজল টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করে। ওয়েল্ডিং করার সময় জাহাজে আগুন লেগে যায়। এতে কেবিনসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এআর/এসি/টিসি