ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসিতে ফেল থেকে পাস ৩৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ২১, ২০২২
এসএসসিতে ফেল থেকে পাস ৩৩ জন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৩৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ফেল করা একজন জিপিএ ৫ পেয়েছেন।

 

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশের বিষয়টি জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।  

তিনি বাংলানিউজকে বলেন, ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী।

যাদের মধ্যে ২১২ জন পরীক্ষার্থীর ২১৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৩ জন। এছাড়া ১২ জন ফল পুনঃনিরীক্ষণের পরও পাস করেননি।  

তিনি আরও বলেন, পুনঃমূল্যায়নে গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু জিপিএ ৫ এ উন্নীত হয়নি ৮৩ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৯ জন। মোট জিপিএ পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি ১৮ জনের।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।