চট্টগ্রাম: কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে আসার সময় একটি সাম্পান নোঙর করে থাকা এফভি পারটেক্স-১ ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় যাত্রীরা সবাই সাঁতার কেটে উঠতে পারলেও ভাটার টান থাকায় একজন উঠতে পারেনি।
রোববার (২২ মে) বেলা ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (২১ মে) রাতে এ ঘটনা ঘটে। তবে এখনও নিখোঁজ কিশোরের সন্ধান মিলেনি। তার নাম মো. সোহাগ (১৭)। সে বাবার সঙ্গে শহরে আসছিল। বাড়ি কুমিল্লা জেলার লাকসাম কুলতি এলাকায়। সে ওই এলাকার মো. করিমের পুত্র।
সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সাম্পান উল্টে যাওয়ার ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নৌ পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত সন্ধান মিলেনি। রোববার আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ২২, ২০২২
বিই/এসি/টিসি