ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, মে ২৩, ২০২২
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে তানজিদা নাসরিন লিমা (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৩ মে) সকালে  সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া কাজির খিল গ্রামের  বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

লিমা ওই এলাকার হাবিবুল্লাহ হাবিবের স্ত্রী। তার বাবার বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।

বাবার নাম শফিউল আলম বাবুল।  

লিমার পরিবার এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মন্তব্য করতে চায় না পুলিশ।  

ফটিকছড়ি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইমাম হোসেন বাংলানিউজকে বলেন, ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।