চট্টগ্রাম: লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মনোয়ারা বেগম(৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
শনিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে চুনতি হাজির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম, লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের হাজির পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বাংলানিজকর বলেন, বাসের ধাক্কায় মনোয়ারা বেগম নামে এক পথচারী আহত হয়। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এমআই/টিসি