ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৫ কোটি টাকার বিল জালিয়াতি, দুদকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুন ৩০, ২০২২
৫ কোটি টাকার বিল জালিয়াতি, দুদকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ ...

চট্টগ্রাম: জেনারেল হাসপাতালের বিল জালিয়াতির মামলায় ৪ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় চট্টগ্রামে এই অভিযোগ দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপ পরিচালক নাজমুছ সাদাত। তিনি বাংলানিউজকে বলেন, এক কর্মকর্তাকে নিয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দুদক কার্যালয়ে এসে একটি অভিযোগ দিয়েছেন।

আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এতে হাসপাতালের এক কর্মকর্তা সহ ৪ জনের নাম উল্লেখ রয়েছে।  

তিনি বলেন, অভিযোগটি আমরা ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। সেখানে থেকে যে নির্দেশনা দেওয়া হবে সে অনুযায়ী কাজ করবো।  

হাসপাতালে তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার সত্যতা উদ্ঘাটন হওয়া দরকার। দুদকে একটি অভিযোগ করা হয়েছে।  

এসময় ৪ জনের নাম উল্লেখ না করলেও হাসপাতালের হিসাবরক্ষক ফোরকান ও ঠিকাদার প্রতিষ্ঠানের ৩ জনের নাম রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।