ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদ (৪৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে নগরের বহদ্দারহাট আরাকান সড়ক এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এয়ার মোহাম্মদ আনোয়ারা থানার গহিরা গ্রামের আম পরানীর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, নগরের হিলভিউ এলাকার ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে এয়ার মোহাম্মদ।

এ নিয়ে ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন নগরের পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদকে আসামি করে মামলা করে গত ৯ আগস্ট।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার ভোরে বহদ্দারহাট এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এয়ার মোহাম্মদকে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করায় কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।