ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের বিল পেশের পদ্ধতি নিয়ে বিরোধিতায় বামফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৯, জুন ১৪, ২০১১

কলকাতা: প্রথমে অধ্যাদেশ জারির কথা বললেও পশ্চিমবঙ্গের নতুন সরকার সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দিতে মঙ্গলবার বিধানসভায় বিল আনতে চলেছে। এই বিলের বিরোধীতা না করলেও বিরোধী জোট বামফ্রন্ট এর পেশ করার পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।



বিরোধী দলনেতা ও সিপিএম বিধায়ক ডা. সূর্যকান্ত মিশ্র সোমবার রাতে সংবাদ মাধ্যমে বলেছেন, ‘বিধানসভায় অসাংবিধানিক ভাবে এই বিল পেশ করা হচ্ছে। দুই জন বিধায়ক বাদে আর কেউই এই বিলের প্রতিলিপি পাননি। এক্ষেত্রে বিরোধীদের অধিকার ক্ষুণœ করা হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘বিধানসভায় বিল পাশের আগে তা নিয়ে আলোচনার জন্য যে সময় দেওয়া উচিত তাও দেওয়া হচ্ছে না। ’

এ সময় সোমবার বিধানসভায় রাজ্যপাল এম কে নারায়াণনের দেওয়া স্বাগত বক্তৃতার প্রতি কটাক্ষ করেন তিনি।

সূর্যকান্ত মিশ্র বলেন, ‘তৃণমূলের ইস্তেহার পাঠ করেছেন রাজ্যপাল। এখানে ‘মা-মাটি-মানুষের’ স্লোগান উল্লেখ করেছেন তিনি। ’

বামফ্রন্ট আমলের সাবেক ভূমি সংস্কারমন্ত্রী রেজ্জাক মোল্লাও এদিন রাজ্যপালের ভাষণের সমলোচনা করেছেন।

তিনি বলেছেন, ‘৪০ হাজার বাম কর্মী-সমর্থক রাজনৈতিক সহিংসতার কারণে ঘর ছাড়া হয়েছেন। অথচ তাদের কথা একবারও বলা হয়নি। ’

তাই ঘরছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে গলায় পোস্টার ঝুলিয়ে সোমবার বিধানসভায় নীরব প্রতিবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।