ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জুমিয়া পরিবারকে জমি পাট্টা দিয়েছে রাজ্য সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, জুন ২৮, ২০১৬
ত্রিপুরায় জুমিয়া পরিবারকে জমি পাট্টা দিয়েছে রাজ্য সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বসবাসরত জুমিয়া পরিবারের আর্থিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার।

 

বনাধিকার আইনে এখন পর্যন্ত রাজ্যের সিপাহীজলা জেলার ৬ হাজার ৭১০ জুমিয়া পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে।

এর মধ্যে বিশালগড় মহকুমায় ৩১৩টি, সোনামুড়া মহকুমায় তিন হাজার ২২৯ এবং জম্পুইজলা মহকুমায় তিন হাজার ১৬৮টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে।

জমির পাট্টা পাওয়া পরিবারগুলোর মধ্যে এক হাজার ৬৬৬ পরিবারকে থাকার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এবং তাদের জীবিকার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলার অন্তর্গত বংশিবাড়ী গ্রামে চলতি মাসে জমির পাট্টা প্রাপক উপজাতি জুমিয়াদের ৫ হেক্টর টিলাভূমিতে শাল, সেগুন, গামাইর, বাঁশ ইত্যাদি গাছের চারা রোপণের কাজ হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমজেডআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।