ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সিআরপিএফ আইজি’র সাক্ষাৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৪, জুন ৩০, ২০১৬
ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সিআরপিএফ আইজি’র সাক্ষাৎ ছবি: সুদীপ/বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ত্রিপুরা সেক্টরের আইজি অরুণ কুমার।

বুধবার (২৯ জুন) মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় তিনি মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে পুস্পস্তবক তুলে দেন।

সাক্ষাতকালে উভয়ের মধ্যে রাজ্যের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে একই দিন সন্ধ্যায় মহকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্টেট প্ল্যানিং বোর্ডের সদস্য ভি কে রামচন্দ্রন।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।