ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন সাজে কলকাতার ‘নাখোদা মসজিদ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
নতুন সাজে কলকাতার ‘নাখোদা মসজিদ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ‘নাখোদা মসজিদ’ কলকাতার বড় মসজিদগুলোর মধ্যে অন্যতম। মসজিদটি কলকাতার চিৎপুরের কলুটোলা রোডে অবস্থিত।

ঈদের আগে নতুনভাবে সেজেছে কলকাতার প্রধান মসজিদ এ মসজিদটি ।

ঈদের আগে মসজিদটিকে নতুন ভাবে সংস্কার করে রং লাগানো হয়েছে। এছাড়া মসজিদটির চারপাশে আলোর বলয় দিয়ে আরো দৃষ্টি নন্দন করা হচ্ছে।

জানা যায়, ঈদের দিন এ মসজিদে প্রায় ১৫ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করবেন। এছাড়া মসজিদের বাইরেও ঈদের নামাজে অংশ নেবেন অনেক মুসল্লি।

১৯২৬ সালে নির্মিত ১৫১ ফিট উচ্চতার এ মসজিদে রয়েছে তিনটি মূল গম্বুজ। সেই সময়ে প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি খরচ করে এই মসজিদ নির্মাণ করা হয়।

ইতিহাসের পাতায় নজর করলে দেখা যায়, আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধের আদলে এই মসজিদ নির্মাণ করা হয়। জানা যায় সুদূর গুজরাটের কচ্ছ থেকে আগত কুচ্চি মেমন জামাত নামে একটি দলের নেতা আব্দুর রহিম ওসমান এই মসজিদটি নির্মাণ করেন। ওসমান ছিলেন এক বিখ্যাত নাবিক। সেই থেকেই এই মসজিদ ‘নাখোদা মসজিদ’ হিসেবে পরিচিতি লাভ করে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
ভিএস/আরএইচএস/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।