ঢাকা: কর্মবিরতির মধ্যেই কড়া নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে প্রবেশ করলেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিকাল ৩ টা ৫ মিনিটে তিনি প্রবেশ করেন।
এদিকে আবারো বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগ দাবি উঠেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংবাদ সম্মেলনে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিএসইসির সহকারী পরিচালক মিরাজুস সুন্নাহ লিখিত বক্তব্যে এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অযোগ্য লোক দিয়ে বিএসইসি চলতে পারেনা, তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।
এদিকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরাও। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতৃত্বে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন।
এসময় বিনিয়োগকারী সংগঠনটির সমন্বয়ক নুরুল ইসলাম মানিক বলেন, বিএসইসি চেয়ারম্যান মাকসুদের পদত্যাগের দাবিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে আমরা মাঠে নেমেছি। বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা যে দাবি নিয়ে লড়ে যাচ্ছেন, আমরাও একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছি।
এদিকে বিএসইসির চেয়ারম্যান মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এসএমএকে/এসএএইচ