ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্দোলনে মানুষ পুড়িয়ে মারা মেনে নেয়া যায় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
আন্দোলনে মানুষ পুড়িয়ে মারা মেনে নেয়া যায় না ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, এসব আর নেওয়া যায় না। দেশ রক্ষার দায়িত্ব সবার।

বর্তমানে রাজনৈতিক আন্দোলনের নামে চলছে মানুষ পুড়িয়ে মারা। এ ধরনের আন্দোলন মেনে নেয়া যায় না। প্রত্যেক নাগরিককে যার যার জায়গা থেকে এগুলো প্রতিরোধের আহ্বান জানাই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী গাপেক্সপো-২০১৫’র উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম বলেন, অস্থিতিশীল রাজনীতির কারণে ব্যবসায়ীরা একপা এগুলে আবার দুই পা পিছাতে হচ্ছে। গত বছর রাজনীতি স্থিতিশীল থাকলেও বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিদেশি ক্রেতারা আমাদের দেশে আসছেন না।

বাংলাদেশি ব্যবসায়ীদের বিদেশে গিয়ে অর্ডারের জন্য বৈঠক করতে হচ্ছে। কিন্তু তাতেও তারা পুরো অর্ডার দিচ্ছে না বা বলে জানান শহীদুল্লাহ আজীম।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্রাকেজিং অ্যান্ড ম্যানুফেকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- (বিজিএপিএমইএ)’র সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, গার্মেন্টস শিল্পের রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। কিন্তু গার্মেন্টস এক্সেসরিজ এর উন্নয়ন সম্ভব না হলে পোশাক শিল্পের এই লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হবে না।

তিনি বলেন, সরকারের নীতির মাধ্যমে ব্যবসায়ীদের সহায়তা করা হলে এই খাতে ২০২৫ সালে রফতানি আয় ২০ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। পোশাক শিল্পের উদ্যোক্তাদের নগদ প্রণোদনা দেয়া হলেও তাদের এ ধরনের সহায়তা দেয়া হয় না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মেলা কমিটির চেয়ারম্যান হাসানুল করিম তমিজ, ভারতের এএসকেট্রে অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এর পরিচালক নন্দ গোপাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর প্রমুখ।

বাংলাদেশ সময়ঃ ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।