ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাহালুতে ইসলামী ব্যাংকের বিনামূল্যে চক্ষু শিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
কাহালুতে ইসলামী ব্যাংকের বিনামূল্যে চক্ষু শিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে ইসলামী ব্যাংকের বিনামূল্যে চক্ষু শিবির-২০১৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্যাংকটির উপজেলা শাখা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা খাতুন।



উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আলী আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাহালু বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ডাবলু, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. হাবিব ইউসুফ,ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা শামিম সরকার,সহকারী কর্মকর্তা এনামুল হক ও ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল হামিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।