ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মালখানগরে ব্যাংক এশিয়ার শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মালখানগরে ব্যাংক এশিয়ার শীতবস্ত্র বিতরণ

ঢাকা: মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগরে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যাংক এশিয়া।
 
ব্যাংকটির চেয়ারম্যান আ. রউফ চৌধুরী নিজে উপস্থিত থেকে সম্প্রতি এ শীতবস্ত্র বিতরণ করেন বলে রোববার (১১ জানুয়ারি) ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময়ে ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এ বছর চলতি শীত মৌসুমে ব্যাংক এশিয়া দরিদ্র শীতার্তদের সাহাযার্থে দেশের বিভিন্ন অঞ্চলে কম্বল শীতবস্ত্র বিতরণ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।