ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেরু গেলেন গর্ভনর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
পেরু গেলেন গর্ভনর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: বিশ্ব ব্যাংক (ডব্লিউবি) ও আর্ন্তজাতিক ম‍ুদ্রা তহবিলের (আইএমএফ) সম্মেলনে যোগ দিতে পেরু গেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

সোমবার (০৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, এ সম্মেলনে যোগ দিতে রোববার রাতে পেরুর রাজধানী লিমার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ড. আতিউর রহমান।

লিমা কনভেনশন সেন্টারে তিনদিনের ওই আর্ন্তজাতিক সম্মেলন শুরু হবে ৯ অক্টোবর।
সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও কমনওয়েলথের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে যোগ দেবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

এর আগে ৬ ও ৭ অক্টোবর বিশ্ব ব্যাংকের প্রধান সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা ও নির্ধারিত বক্তব্য দেবেন তিনি।

৮ অক্টোবর গর্ভনর ক্লাইমেট ভালনারেবল ফোরামে অংশ নেবেন। একই দিনে সার্ক অর্থনীতি দলের বৈঠকেও যোগ দেবেন তিনি।

সম্মেলনে যোগদান শেষ ১৪ অক্টোবর ড. আতিউর রহমানের দেশে ফেরার কথা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।