ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুই ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
দুই ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও বেসরকারি ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক (বিবি)।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক শাহ আলমকে কৃষি ব্যাংক থেকে সরিয়ে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



অন্যদিকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক ইস্কান্দার মির্জাকে কৃষি ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি উভয় ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলানিউজকে জানান, কাজের সুবিধার্থে এ পরিবর্তন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
ইএস/জেডএনস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।