ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পাওয়ার-সোলার-রিয়েল-এস্টেট, কন-এক্সপো উদ্বোধন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পাওয়ার-সোলার-রিয়েল-এস্টেট, কন-এক্সপো উদ্বোধন ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইসিসিবি থেকে: ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী (৩-৫ ডিসেম্বর) আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনী।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী শুরু হয়।



এটি ১৫তম পাওয়ার বাংলাদেশ, ১০তম সোলার বাংলাদেশ, ১৮তম কন-এক্সপো ও ১৬তম রিয়েল এস্টেট বাংলাদেশ প্রদর্শনী।

প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী।

আন্তর্জাতিক আয়োজক সংস্থা ‘সেমস গ্লোবাল’ এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে ১০টি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

প্রদর্শনীতে পাওয়ার জেনারেশন ও ট্রান্সমিশন, বিকল্প শক্তি, সোলার পাওয়ার, এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতের সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল, যন্ত্র ও যন্ত্রাংশ প্রর্দশিত হচ্ছে।

সেমস গ্লোবাল ১৯৯২ সাল থেকে সফলতার সঙ্গে এ বহুজাতিক এক্সিবিশনের আয়োজন করে আসছে।

আয়োজনটি উৎপাদন, আউটসোর্স, উপ-ঠিকাদারি, নকশা ও উন্নয়ন, সরাসরি বিপণনের জন্য ব্যবসায়িক অংশীদার এবং পারস্পরিক সমঝোতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।

প্রদর্শনীর পাশাপাশি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ পর‌্যবেক্ষণ করবেন। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আরইউ/একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।