ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ টাকা কেজি চাল বিক্রি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
১৫ টাকা কেজি চাল বিক্রি করবে সরকার

ঢাকা: একসপ্তাহের মধ্যে খোলা বাজারে ১৫ টাকা কেজি চাল বিক্রি করবে সরকার। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ দামে চাল পাওয়া যাবে।

 

রোববার (০৯ অক্টোবর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।  

তিনি বলেন, বর্তমান বাজারে চালের যে দাম রয়েছে তাও আগামী ১৫দিনের মধ্যে কমে আসবে। সরকারের কাছে ২৪ লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত রয়েছে। খাদ্য ভাণ্ডারে মজুদ রয়েছে ৭ লাখ মেট্রিক টনেরও বেশি চাল।  

‘মিল মালিকদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সংগ্রহ করা হলে চলতি মাস (অক্টোবর) শেষে খাদ্য ভাণ্ডারে জমা পড়বে ৯ লাখ মেট্রিক টনেও বেশি চাল। ’ 

হত-দারিদ্র্যের জন্যে ১০ টাকা দরে চাল বিক্রি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সারাদেশে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে বা ১০ টাকা দরে চাল বিতরণ, হত-দারিদ্র লোকজনের তালিকা তৈরিসহ নানা অনিয়ম রোধে জেলা প্রশাসক এবং খাদ্য কর্মকর্তাদের সমন্বয়ে ‘মনিটরিং কমিটি’ করা হয়েছে।  

‘কোথাও কোনো ধরনের অনিয়ম দেখা দিলে বা খবর পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা  নেওয়ার জন্য নির্দেশনা  রয়েছে। ’ 

অনিয়ম দেখা দিলে জড়িতদের বিরুদ্ধে মামলাসহ জেল জরিমানা এমন কি ডিলারশিপও বাতিল করা হবে বলে জানান অ্যাডভোকেট কামরুল।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬/আপডেট: ১৭০০ ঘণ্টা
এসএমএ/আরএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।