ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগের নির্দেশনাও মানছে না বায়রা লাইফ

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বিনিয়োগের নির্দেশনাও মানছে না বায়রা লাইফ

ঢাকা: তিন দফা সময় বাড়ানোর পরও সরকারি বন্ড ও অনান্য সিকিউরিটিজে বিনিয়োগ সংক্রান্ত নির্দেশনা মানছে না বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ কারণে কোম্পানিটির অনিয়ম দূর করতে আগামী ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

 

আইডিআরএ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগের নির্দেশনা মানতে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য আরও ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করবে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে পুঁজিবাজারে আসতে না পারায় আগে থেকেই প্রতিদিন ৫ হাজার টাকা করে জরিমানা দিচ্ছে কোম্পানিটি।  

সূত্র জানায়, বিমা আইন অনুসারে জীবন বিমা পলিসি হোল্ডারদের মেয়াদ পূর্তিজনিত দায়ের ৩০ শতাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে হয়। কিন্তু সে বিধান পালন করছে না কোম্পানিটি, যা বিমা আইনের লঙ্ঘন।  

এজন্য বিমা আইন-২০১০ এর ধারা ১০ এর (ঘ) ও (ছ) উপধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট ধারা অনুসারে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইডিআরএ।


বিমা আইন-১৯৩৮ অনুসারে কোম্পানিকে তাদের সংগৃহীত প্রিমিয়ামের ৩০ শতাংশ সরকারি বন্ড ও সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। বাকি ৭০ শতাংশ ব্যাংক, পুঁজিবাজারসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারবে। অথচ এ আইন পালনের জন্য গত ১৯ এপ্রিল, ৫ জুন ও ০৬ সেপ্টেম্বর তিন দফা বৈঠকের পর সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু কোম্পানিটি তা পালন করেনি।

বিষয়টি সম্পর্কে জানতে বায়রার এমডি শফিকুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

বিনিয়োগের নিয়ম ভঙ্গ ছাড়াও বায়রা লাইফের বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা, বিমা দাবি পূরণে গড়িমসি এবং ব্যবস্থাপনার নামে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।  

এসব অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বুধবার (২৬ অক্টোবর ) কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ (একচ্যুয়ারি) এ নির্দেশ দেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কমে গত ২০ অক্টোবর বৃহস্পতিবার ‘গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা বায়রা লাইফ!’ ও ২৫ অক্টোবর মঙ্গলবার ‘বিমা দাবি পূরণে বায়রা লাইফের গড়িমসি’ শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে বুধবার বেলা আড়াইটায় কর্তৃপক্ষের  সদস্য আব্দুল কুদ্দসকে প্রধান  করে এ কমিটি গঠন করেন তিনি।

এর আগেও গত ১৬ অক্টোবর ‘বায়রা লাইফের অনিয়ম তদন্তে অডিটর নিয়োগ’ এবং ১৮ অক্টোবর ‘চৌদ্দ বছর পরও পুঁজিবাজারে আসছে না বায়রা লাইফ, গুনছে জরিমানা’ শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ প্রতিবেদন প্রকাশিত হয়।

অবিলম্বে এসব বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কমিটিকে নির্দেশনা দেন আইডিআরএ’র চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএফআই/ এএসআর

***বিমা দাবি পূরণে বায়রা লাইফের গড়িমসি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।