ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোকা-কোলা বাংলাদেশকে এওআর সেবা দেবে `টপ অব মাইন্ড’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
কোকা-কোলা বাংলাদেশকে এওআর সেবা দেবে `টপ অব মাইন্ড’

সম্প্রতি কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলার সঙ্গে চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অব মাইন্ড’। চুক্তি অনুযায়ী কোকা-কোলার এওআর (দ্য এজেন্সি অব রেকর্ড) হিসেবে জনসংযোগ ও বিজ্ঞাপন-সংক্রান্ত সব ধরনের কাজ করবে ‘টপ অব মাইন্ড’।

ঢাকা: সম্প্রতি কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলার সঙ্গে চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অব মাইন্ড’।

চুক্তি অনুযায়ী কোকা-কোলার এওআর (দ্য এজেন্সি অব রেকর্ড) হিসেবে জনসংযোগ ও বিজ্ঞাপন-সংক্রান্ত সব ধরনের কাজ করবে ‘টপ অব মাইন্ড’।

বুধবার (০৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

চুক্তিতে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান ও টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দিন আদিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এ সময় ‘টপ অব মাইন্ডে’র সিএফও সালমা আদিল ও কোকা-কোলা বাংলাদেশের মার্কেটিং কনসালট্যান্ট নওশাবা ঐশীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 জনসংযোগের পাশাপাশি কোকা-কোলা বাংলাদেশকে এক্সক্লুসিভ স্ট্র্যাটেজিক মিডিয়া প্ল্যানিং অ্যান্ড বায়িং সলিউশসনস সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা প্রণয়নেও কাজ করবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।