ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওষুধ রফতানির অনুমতি পেলো বেক্সিমকো ফার্মা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ওষুধ রফতানির অনুমতি পেলো বেক্সিমকো ফার্মা

মেটফরমিন হাইড্রোক্লোরাইড এক্সটেনডেড রিলিজ নামের আরও একটি ট্যাবলেট যুক্তরাষ্ট্রে রফতানির অনুমতি লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ঢাকা: মেটফরমিন হাইড্রোক্লোরাইড এক্সটেনডেড রিলিজ নামের আরও একটি ট্যাবলেট যুক্তরাষ্ট্রে রফতানির অনুমতি লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দেয়।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস হাইপারটেনশনের ওষুধ কার্ভোডিলল কার্ডিওভাসকুলার ড্রাগ বেটাপেস এর জেনেরিকভার্সন সোটালোল হাইড্রক্লোরাইড রফতানি করতে এফডিএর অনুমোদন পায়।

আইএমএস এর তথ্য অনুসারে নভেম্বর ২০১৫ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রে গ্লুকোফেজ এক্সআর ট্যাবলেট এরমোট বাজার ছিল ৯১৮ মিলিয়ন ইউএস ডলারের। ২০১৫ সালের জুনে ওরাল সলিড ডোসেজ ফ্যাসিলিটর অনুমোদনের পর এটা বেক্সিমকো ফার্মা’র তৃতীয় এএনডিএ বা জেনেরিক ওষুধ যা ইউএস এফডিএ’র অনুমোদন পেল।

এ সম্পর্কে বেক্সিমকো ফার্মা’র ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, যুক্তরাষ্ট্রে রফতানির অনুমতি লাভ করায় আমরা আনন্দিত। এর মাধ্যমে আমাদের নিজস্ব কর্ম দক্ষতা এবং বিশেষ করে এক্সটেনডেড রিলিজ ফরমুলেশন এর ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান আবারো প্রমাণিত হয়েছে। ২০১৭ সালের মাঝামঝি কোনো একটা সময় এইপণ্য আমরা বাজারজাত শুরু করবো।

২০১৫ সালের জুনে বেক্সিমকো ফার্মা দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে ইউএস এফডিএ অনুমোদন লাভ করে। বেক্সিমকো ফার্মাই প্রথম দেশি কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশন ড্রাগ রফতানি শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।