ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে আয়কর মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সাভারে আয়কর মেলা শুরু সাভারে আয়কর মেলা শুরু

সাভার (ঢাকা): সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন- এই স্লোগানকে সামনে রেখে সাভারে শুরু হয়ে আয়কর মেলা-২০১৭।

সোমবার (০৬ নভেম্বর) সাভার উপজেলা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
 
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়কর মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, জনগণের করের টাকায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমাদের পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে।

আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। তাই আমাদের সবাকে কর দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।

কর অঞ্চল-১২ এর কর কমিশনার সোয়ায়েব আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গণি, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, উপ-কর কমিশনার (সদর দপ্তর) কাজী আবু মাহমুদ ফয়সাল, কর অঞ্চল-১২ এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার, যুগ্ম কর কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।