ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘কর বাহাদুর’ সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
‘কর বাহাদুর’ সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

ঢাকা: করদাতাদের উৎসাহিত করতে ১৪১ দীর্ঘমেয়াদি করদাতাসহ সারা দেশের ৫১৭ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ কর প্রদানকারী ৮৪ পরিবারকে ‘কর বাহাদুর’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে, যার প্রথম দিকেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবার রয়েছেন।  

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে আয়োজিত ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ অনুষ্ঠানে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) উপস্থিত ছিলেন।

সারা দেশের ৬৪ জেলা থেকে যাচাই-বাছাই করে শীর্ষ ব্যবসায়ী, শিল্পী, খেলোয়াড়, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শীর্ষ করদাতাদের সম্মাননা প্রদান করে এনবিআর।  স্বীকৃতিপ্রাপ্তরা উপস্থিত থেকে তাদের সম্মাননা নেন। এর পাশাপাশি ‘কর বাহাদুর’ হিসেবে নির্বাচিতদের অনেকে পরিবারের সদস্যদের নিয়ে মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করেন।  

‘কর বাহাদুর’ হিসেবে নির্বাচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের পক্ষে এবং সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।  

তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে নিয়মিত রাজস্ব পরিশোধ করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে।

রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবার দীর্ঘদিন থেকে নিয়মিত এবং সঠিক হিসাবে রাজস্ব পরিশোধ করে আসছেন। ’

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।